প্রেমের কানাঘুষোর মধ্যেই প্রিয়ঙ্কা ডিনারে গেলেন ১০ বছরের ছোট ‘বয়ফ্রেন্ড’-এর সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2018 09:17 AM (IST)
1
প্রিয়ঙ্কা নিকের থেকে ১০ বছরের বড়। তাঁর ৩৬ চলছে। নিক আবার ২৬-এ পা দেবেন এই সেপ্টেম্বরে।
2
মার্কিন এক সংবাদমাধ্যম প্রিয়ঙ্কা ও নিকের এক ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে দাবি করেছে, সত্যিই প্রেম করছেন তাঁরা।
3
4
দুজনের ঘনিষ্ঠ ছবিও এসেছে প্রকাশ্যে।
5
6
মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা সংবাদমাধ্যমের চোখে পড়েছে। এক সঙ্গে ডিনার ডেটেও দেখা গেল তাঁদের।
7
হিন্দি চলচ্চিত্রের উঠোন পেরিয়ে প্রিয়ঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক তারকা। আগে শাহরুখ খান ও শাহিদ কপূরের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। এবার আরও একবার তিনি প্রেম করছেন বলে জল্পনা শুরু হয়েছে।