দেখুন, দ্রাবিড়, সহবাগ, ধোনিকে টপকে গেলেন পূজারা-বিজয়
রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৩৭ রানের জবাব ভালভাবেই দিচ্ছে ভারতীয় দল
পাঁচ নম্বরে আছেন দ্রাবিড় ও গৌতম গম্ভীর। তাঁরা ৩৯ ইনিংসে ৫৪.৩৪ গড়ে ২০৬৫ রান করেছিলেন
গত ১০ বছরে টেস্টে ভারতের চতুর্থ সফলতম জুটি দুই প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সহবাগ। তাঁরা ২৮ ইনিংসে ৫৫.০৩ গড়ে ১৮৪৬ রান করেন
এক দশকে টেস্টে ভারতের তৃতীয় সফলতম জুটি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তাঁরা ২৫ ইনিংসে ৫৫.১৮ গড়ে ১২১৪ রান করেছিলেন
গত ১০ বছরে ভারতের দ্বিতীয় সফলতম জুটি বিরাট কোহলি-অজিঙ্ক রাহানে। তাঁরা ২৫ ইনিংসে ৬৩.১৬ গড়ে ১৫৭৯ রান করেছেন
গত ১০ বছরে টেস্টে এটাই ভারতের সেরা পার্টনারশিপ। এক দশকে এই প্রথম ভারতের কোনও ব্যাটিং জুটি ২০০০ রান করল। ৩২ টেস্টে একসঙ্গে ব্যাট করে ৬৫.০৩ গড়ে ২০৮০ রান করেছে বিজয়-পূজারা জুটি
বিজয়-পূজারার জুটিতে ২০৯ রান উঠেছে
তৃতীয় দিন চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয়ের শতরানে ভর করে ৪ উইকেটে ৩১৯ রান করেছে ভারত