ইয়ামির জন্যে সলমনের বোন শ্বেতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় পুলকিতের, এখন সেই সম্পর্কেই ভাঙনের ছায়া?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Mar 2018 08:40 AM (IST)
1
সম্প্রতি এক সাক্ষাতকারে পুলকিত ঘোষণা করেছেন তিনি সিঙ্গল এবং খুশি। জানা গিয়েছে, ইয়ামি এবং পুলকিত দুজনে একে অপরকে ইন্সটাগ্রামে ফলো করাও বন্ধ করে দিয়েছেন
2
তবে এতকিছুর পর সেই সম্পর্কেও ইতি পড়ল।
3
এমনকি সেই সম্পর্কের জন্যেই নাকি সলমন খানের পাতানো বোন শ্বেতা রোহিরার সঙ্গে বিবাহবিচ্ছেদও হয়ে যায় পুলকিতের
4
ইয়ামি গৌতম-পুলকিত সম্রাটের প্রেম নিয়ে কানাঘুষো শোনা যেতই, যদিও দুজনে কেউ কখনও প্রকাশ্যে কিছু বলেননি
5
এই বিচ্ছেদের জেরে সলমনের সঙ্গেও দূরত্ব বাড়ে পুলকিতের। নিজের কেরিয়ারে তাই হোঁচটও খেতে হয় পুলকিতকে
6
এক সাক্ষাতকারে সলমনের বোন শ্বেতা বলেন ইয়ামি ঘর ভেঙেছে তাঁর।
7
এমনকি ইয়ামির জন্যেই ‘ফুকরে’ তারকা শ্বেতাকে বিয়ে করার দীর্ঘ পরও তাঁকে স্ত্রী হিসেবে ঘোষণা করেননি।