সাইকেলে মুম্বই থেকে পশ্চিমবঙ্গ হয়ে ঘুরে এসেছেন নেপাল, ভুটান, এবার ইউরোপে যেতে চান পুণের এই যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2018 04:23 PM (IST)
1
ছবি সৌজন্যে ক্ষিতীজ বিচারে
2
স্বপ্নপূরণের জন্য তৈরি হচ্ছেন ক্ষিতীজ
3
সাইকেল নিয়ে বিশ্বভ্রমণ করারও ইচ্ছা আছে তাঁর
4
আগামী বছর সাইকেল নিয়ে ইউরোপে যেতে চাইছেন তিনি
5
কয়েকদিন আগেই পুণেতে ফিরেছেন এই যুবক
6
সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্পেও পৌঁছে গিয়েছিলেন ক্ষিতীজ
7
সাইকেলে আট হাজার কিলোমিটার ভ্রমণ করে খুশি এই যুবক
8
জীবনে অন্যরকম কিছু করার ইচ্ছা ছিল ক্ষিতীজের। সেই কারণেই তিনি চার বছর আগে ২৬ জানুয়ারি থেকে সাইকেল নিয়ে ভ্রমণ শুরু করেন
9
পুণেতেই জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনা ক্ষিতীজের
10
সম্প্রতি মুম্বই থেকে পশ্চিমবঙ্গ হয়ে নেপাল, ভুটান থেকে ঘুরে এসেছেন তিনি
11
পুণের বাসিন্দা ক্ষিতীজ বিচারে সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান