ভুল করে পঞ্জাবে তিন পাকিস্তানি, ফেরত পাঠাল বিএসএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2016 01:55 PM (IST)
1
তাদের ধরে ফেলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা
2
সীমান্ত পেরিয়ে পঞ্জাবের অজনালায় চলে এসেছিল পাকিস্তানের তিন তরুণ
3
বিএসএফ আধিকারিক সি পি মীনা বলেছেন, ওই তরুণদের কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ভারতে কাটানো সময়টা যাতে তাদের সুখের স্মৃতি হয়ে থাকে, তার জন্য চকোলেট দেওয়া হয়েছে
4
এক তরুণ বলেছে, বিএসএফ জওয়ানরা তাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করেছেন। তারা এর জন্য কৃতজ্ঞ
5
ওই তরুণদের জেরা করে জওয়ানরা বুঝতে পারেন, তারা নেহাতই ভুল করে ভারতে চলে এসেছে। এরপরেই তাদের ফেরত পাঠানো হয়