ফের মন্দিরে রাহুল গাঁধী, মধ্য প্রদেশ বিধানসভা ভোটের আগে পুজো দিলেন স্থানীয় মা পীতাম্ব্রা পীঠে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Oct 2018 02:44 PM (IST)
1
মধ্য প্রদেশের ২৩০টি বিধানসভা আসনে ভোট ২৮ নভেম্বর।
2
মন্দিরে পুজো দিচ্ছেন রাহুল।
3
৬টি জনসভা ও ২টি রোড শো করার কথা তাঁর।
4
২ দিনের সফরে মধ্য প্রদেশ এসেছেন রাহুল।
5
তাঁর সঙ্গে ছিলেন কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
6
মধ্য প্রদেশের দাতিয়ায় মা পীতাম্ব্রা শক্তিপীঠে গিয়ে দেবীপুজো করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
7
মধ্য প্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির হল এই শ্রী পীতাম্ব্রা শক্তিপীঠ। বহু পৌরাণিক চরিত্র এই মন্দিরে সাধনা করেছেন বলে শোনা যায়।