মৃত্যুর চার বছর পার, আজও অমলিন রাজেশ খন্না
২০১২ সালের ১৮ জুলাই চলে গিয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র রাজেশ খন্না। মৃত্যুদিনের প্রাক্কালে রাজেশ স্মরণ...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশারীরিকভাবে চলে গেলেও অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকমনে চিরস্মরণীয় হয়ে রয়েছেন তিনি।
১৯৭৩ সালে বিয়ে করেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে। তাঁদের দুই কন্যা সন্তান- টুইঙ্কেল খন্না ও রিঙ্কি খন্না। ডিম্পলের সঙ্গেও পরবর্তীকালে সম্পর্ক স্থায়ী হয়নি। আলাদা থাকতে শুরু করেন তাঁরা।
তাঁর অভিনীত ‘আরাধনা’, ‘বন্ধন’, ‘দো রাস্তে’, ‘সচ্চা ঝুটা’, ‘সফর’, ‘আন্দাজ’, ‘মর্যাদা’, ‘হাতি মেরে সাথী’, ‘অমর প্রেম’, ‘দুশমন’ প্রভৃতি ছবিগুলি সেকালে সাড়া ফেলেছিল।
১৯৬০-এর দশকের শেষদিকে ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী অঞ্জু মাহেন্দ্রু'র সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্ক বছর সাতেকের পর ভেঙে যায়।
২০১২ সালে জুন মাসে শারীরিক অসুস্থতা নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় রাজেশকে। ১৮ জুলাই মৃত্যু হয় তাঁর।
স্কুলে পড়াশোনার পাঠ শেষ করে যোগ দেন থিয়েটারে। কলেজে পড়ার সময় নাটকে অভিনয়ের জন্য পেয়েছেন পুরস্কারও।
১৯৪২ সালের ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। অভিনয় পটুত্বের জন্য তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সর্বশ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত করা হয় তাঁকে। এছাড়াও অভিনয় জীবনে বহু পুরস্কার পেয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -