রাজকোটের রাস্তায় ফের ঘুরছে স্টোনম্যান, পাথর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ৪জনের মাথা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jul 2016 01:52 PM (IST)
1
এই প্রথম সে রাজকোটে এভাবে আতঙ্ক ছড়ায়নি। ২০০৯-এও তার হাতে মারা পড়েন ৩জন। পুলিশ তাকে ধরার আগেই সে খুন করা বন্ধ করে দেয়। লোকে ভুলে যায় তাকে। আবার এত বছর পর আবার ঘর ছেড়ে বেরিয়েছে সে। ধীরাজভাই বিকানি তার শেষতম শিকার।
2
সকলে ভয় পায় তাকে। কেউ তাকে আজও দেখেনি। কাউকে ছাড় দেয় না এই খুনি। যদি তুমি অজান্তে তার সামনে পড়ে যাও, সে তোমাকেও মেরে ফেলবে। এবার এখনও পর্যন্ত তার শিকার ৪জন।
3
বলে, ‘আমি ওকে মেরে ফেলেছি। যা পার কর এবার’।
4
এরপর সে ফোন করে মৃতের পরিবারের কাউকে। প্রতি খুনের পর সে ফোনে বলে একই কথা।
5
সে বার হয় রাত্তিরে। ঘুরে ঘুরে খুঁজে বার করে শিকার, পাথরে গুঁড়িয়ে দেয় ঘুমন্তের মাথা। খুন তার হবি।
6
সে মানসিক রোগী। সে সিরিয়াল কিলার। ভালবাসে খুন করতে। একমাত্র অস্ত্র- পাথর। রাজকোটে এখনও সে খুন করেছে ৪জনকে। লোকে তাকে বলে, স্টোনম্যান।