দেখুন রাখি সাবন্তের মধুচন্দ্রিমার ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Aug 2019 10:09 AM (IST)
1
সব ছবি: ইনস্টাগ্রাম
2
3
4
5
তিনি বলেছেন, বছরদেড়েক আগে রীতেশের সঙ্গে তাঁর আলাপ। রীতেশ তাঁর বড় ভক্ত।
6
পরে অবশ্য রাখি জানান, তিনি রীতেশ নামে এক অনাবাসী ভারতীয়কে সত্যিই বিয়ে করেছেন।
7
যদিও প্রথমে শোনা গিয়েছিল, বিয়ে টিয়ে নয়, এটা তাঁর নতুন কোনও নাটক।
8
রাখি আচমকাই প্রকাশ্যে আনেন তাঁর বিয়ের কথা।
9
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন রাখি।
10
তবে রাখি জানিয়েছেন, স্বামী রীতেশের সঙ্গে এখন হানিমুন করছেন তিনি।
11
রাখি সাবন্ত বিয়ে আদৌ করেছেন না করেননি, তা নিয়ে জল্পনা চলছে।