দেখুন, রাখীতে দাদা বা ভাইকে এই উপহারগুলি দিতে পারেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2018 05:20 PM (IST)
1
বর্তমান যুগে সবাই ব্যস্ত। রাখীর বিশেষ দিনটিতে ভাই-বোন একসঙ্গে সময় কাটানো বা কোথাও বেড়াতে যাওয়াও দুর্দান্ত উপহার হয়ে উঠতে পারে
2
বোনেরা এখন থেকেই এই দিনটির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন
3
ভাই বা দাদা কি পড়াশোনা বা চাকরির জন্য বাড়ি ছেড়ে অন্য কোনও শহরে থাকেন? তাহলে উপহার হিসেবে সুপারমার্কেটের ভাউচার দিতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় জিনিস কেনা সহজ হবে
4
চকোলেট বা অন্য কোনও খাবার জিনিসও উপহার হিসেবে দেওয়া যেতে পারে
5
দাদা বা ভাইয়ের কোনও অপূর্ণ ইচ্ছা থাকলে এবারের রাখীতে সেটা পূরণ করে চমকে দিতে পারেন দিদি বা বোনেরা
6
এই দিনটিতে দিদি বা বোনেরা যেমন ভাইদের হাতে রাখী পরিয়ে শুভকামনা জানান, তেমনই উপহারও দেন
7
আর কয়েকদিন পরেই রাখী। দেশজুড়ে পালিত হবে ভাই-বোনের এই উৎসব