গুপ্ত গুহায় সানি লিওনের সঙ্গে সময় কাটাতে চেয়েছিল রাম রহিম!
সিরসায় ডেরার প্রধান ঘাঁটিতে একটি সিনেমা হলও তৈরি করা হয়েছিল। সেখানে রাম রহিমেরই সিনেমা দেখানো হত। নিজে বসে ভক্তদের সঙ্গে সেই ছবি দেখত রাম রহিম। এই সিনেমা দেখার জন্য মোটা টাকা দিতে হত রাম রহিমের ভক্তদের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই সাধ্বীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছে রাম রহিম। সে এখন রোহতকের সুনারিয়া জেলে বন্দি। তার তথাকথিত পালিতা কন্যা হানিপ্রীতও গ্রেফতার হয়েছে
ডেরা সূত্রে খবর, ব্যক্তিগত সিনেমা হলে হানিপ্রীত ও কয়েকজন প্রিয় অনুচরকে নিয়ে নিজের পছন্দের সিনেমাও দেখত রাম রহিম। সে সানির ড্যান্স নাম্বারগুলিও দেখত
প্রাক্তন পর্নস্টার ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনে মজেছিল ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিংহ। সে ডেরা সচ্চা সৌদার প্রধান ঘাঁটিতে গুপ্ত গুহায় সানির সঙ্গে একান্তে সময় কাটাতে চেয়েছিল
একাধিক ছবিতে অভিনয়ও করেছে লাভ চার্জার বাবা রাম রহিম
স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম ধর্মের আড়ালে যৌন লালসা চরিতার্থ করত
সিনেমায় সানির নায়ক হওয়ার ইচ্ছা ছিল রাম রহিমের
কিশোর জানিয়েছেন, সানির সঙ্গে আলাপ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল রাম রহিম
রাম রহিম সম্পর্কে এই তথ্য ফাঁস করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাবন্ত ও মডেল কো-অর্ডিনেটর কিশোর মাসুম। রাম রহিমের সঙ্গে বলিউডের বেশ কয়েকজন তারকার পরিচয় করিয়ে দেন কিশোর। তিনিই রাখির সঙ্গে রাম রহিমের পরিচয় করান
সানির সঙ্গে একটি সিনেমায় অভিনয় করারও ইচ্ছা ছিল রাম রহিমের। কিন্তু তার আগেই গ্রেফতার হওয়ায় সেই আশাও পূরণ হল না
- - - - - - - - - Advertisement - - - - - - - - -