বিজ্ঞাপনের শ্যুটিং-এ আলাপ, তারপর? কেমন ছিল রামায়নের সীতার লাভ-লাইফ?
লকডাউন থেকে শুরু হয়েছে রামায়ণের পুর্নসম্প্রচার। ফের বিপুল জনপ্রিয়তা পেয়েছেন সেই ধারাবাহিকের কলাকুশলীরা। একের পর এক ভাইরাল হচ্ছে তাঁদের বিভিন্ন ছবি। এবার ভাইরাল হল রামায়ণের সীতা অর্থাৎ দীপিকা চিখলিয়ার বিয়ের ছবি।
প্রাথমিক আলাপটা ওখানেই হয় কিন্তু তখন প্রেম হয়নি। দীপিকা সেই সময় উঠতি অভিনেত্রী ও মডেল। দীপিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সঙ্গে পোস্ট করছেন তাঁর বিয়ের ছবি।
তাই যাঁরা জানতে চান বিশদে তাঁরা চোখ রাখতেই পারেন দীপিকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ১৯৮৭ সালে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় ‘রামায়ণ’। প্রায় তিন দশক সেই ইমেজ বয়ে নিয়ে চলার পরে বিগত কয়েক বছরে জাতীয় স্তরে আবারও অভিনয় করতে শুরু করেছেন। বর্তমানে দুই মেয়ে নিয়ে সুখের সংসার দীপিকার
ওই ছবিতে শিঙ্গার বিন্দি ও কাজলের একটি বিজ্ঞাপন শ্যুট করার সিকোয়েন্স ছিল। সেই বিশেষ সিকোয়েন্সের শ্যুটিং-এ উপস্থিত ছিলেন হেমন্ত কারণ তিনিই হলেন শিঙ্গার ও টিপস অ্যান্ড টোজ কসমেটিক্সের মালিক।
নববধূর বেশে দারুন মানিয়েছিল দীপিকাকে।
দীপিকার প্রথম ছবি ‘সুন মেরি লায়লা’ (১৯৮৩)। ওই ছবির শুটিংয়েই প্রথম আলাপ হয় তাঁর হেমন্ত টোপিওয়ালার সঙ্গে।