ব্রহ্মাস্ত্র ছবির লোগো প্রকাশ উপলক্ষ্যে কুম্ভে পুজো দিলেন রণবীর-আলিয়া
সব ছবি: ইনস্টাগ্রাম
রণবীর-আলিয়ার এটাই প্রথম ছবি। এই ছবির সেট থেকেই তাঁদের প্রেম শুরু।
১৫০ ড্রোন আকাশে উড়ে জাতীয় পতাকার চেহারা নেয়। সেখান থেকে বেরিয়ে আসে ব্রহ্মাস্ত্র নাম ও লোগো।
এ বছর বড়দিনে মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র।
আকাশে ওড়ার আগে ড্রোনের ছবি তুলছেন রণবীর।
ছবিটি প্রযোজনা করেছেন কর্ণ জোহর, তাঁর ধর্ম প্রোডাকশনসের ব্যানারে।
ব্রহ্মাস্ত্র-এ রণবীরের চরিত্রের নাম শিবা। আলিয়া হলেন ঈশা।
রণবীর-আলিয়া ছাড়াও ব্রহ্মাস্ত্র-এ রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনী রায়, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
লোগো প্রকাশের মুহূর্তে।
গত বছর মুক্তি পায় রণবীরের ব্লকবাস্টার ছবি সঞ্জু। কুম্ভে তাঁর আরতি করার ছবি।
কুম্ভ মেলায় আলিয়ার আরতি।
তাঁদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
মহাশিবরাত্রির পুণ্য তিথিতে কুম্ভ মেলায় পুজো দিয়ে তাঁদের আগামী ছবি ব্রহ্মাস্ত্র-র লোগো প্রকাশ করলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট।