এবার কি কাছাকাছি আসছেন রণবীর-আলিয়া?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Feb 2018 12:51 PM (IST)
1
2
আলিয়ার সঙ্গে রণবীর দেখে এসেছেন প্রাক্তন বান্ধবী দীপিকা পাড়ুকোনের পদ্মাবত।
3
নতুন বছরটা একসঙ্গে ইজরায়েলে কাটিয়েছেন তাঁরা। ব্রহ্মাস্ত্রের শ্যুটিংয়ে।
4
তবে আলিয়া-রণবীরকে অবশ্য সারাক্ষণ একসঙ্গে দেখা যাচ্ছে। তা সেই অ্যাওয়ার্ড সেরিমনিই হোক বা পাবলিক ইভেন্ট।
5
আবার অনেকে বলছেন, রণবীরের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক শেষ, ওদিকে আলিয়ার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমও ভেঙে গিয়েছে। অতএব এখন রণবীর-আলিয়ার কাছাকাছি আসতে সমস্যা কোথায়!
6
কেউ কেউ অবশ্য বলছেন, ছবি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্যই গুজবে প্রশ্রয় দিচ্ছেন তাঁরা।
7
অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্রে দেখা যাবে রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। ছবি ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছে, অ্যাফেয়ার চলছে তাঁদের মধ্যে।