দেখুন, এয়ারপোর্টে ক্যামেরাবন্দি ‘ব্রহ্মাস্ত্র’ জুটি রণবীর-আলিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Dec 2019 11:28 AM (IST)
1
সব ছবি- মানব মঙ্গলানি
2
তাঁদের সম্পর্ক কি বিয়ে অবধি গড়াবে? এই নিয়েই বিস্তর চর্চা সিনেমা-মহলে।
3
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে কাজ করতে গিয়ে রণবীর-আলিয়ার রসায়ন অন্যমাত্রা পেয়েছে বলে ধারণা বলিউডের।
4
সম্প্রতি আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে বেশ ব্যস্ত দুজনে।
5
আলিয়া ছিলেন খোশ মেজাজেই।
6
আলিয়া ও রণবীর আগেপিছেই হাঁটছিলেন। একসঙ্গে পোজ দিলেন না।
7
ইদানীং রণবীর-আলিয়াকে প্রায়শই দেখা যায় একসঙ্গে। আবারও যুগলে ধরা পড়লেন ক্যামেরায়, এয়ারপোর্ট চত্বরে।