কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের লাঞ্চ ডেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Dec 2017 12:51 PM (IST)
1
2
3
4
5
6
২০১৫-য় মেয়ে আদিরার জন্মের সময় থেকে বলিউডে নেই রানি।
7
রানিকে শিগগিরই দেখা যাবে হিচকি ছবিতে।
8
9
রানির পোশাক নিয়ে অবশ্য নাক কুঁচকেছেন অনেকেই। তাঁদের বক্তব্য, সাদা রঙের এই ড্রেস মোটেই ঠিকঠাক ফিট করেনি তাঁর গায়ে, ড্রেসের ঝুলও ভুলভাল। কাঁধের ব্যাগও ভুল বেছেছেন রানি। দেখে মনে হচ্ছে, মেয়ে আদিরার আলমারি থেকে একটা জামা পরে বেরিয়ে এসেছেন তিনি।
10
রানির সঙ্গে বলিউডের নামী কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। এঁদের দারুণ বন্ধুত্ব।
11
মুম্বইয়ের এক জনপ্রিয় রেস্তোঁরার বাইরে রানি মুখোপাধ্যায়।