সলমনের কাল্পনিক কন্যাই শাহরুখের ছেলে আবরামের আদর্শ পাত্রী, বললেন রানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2018 01:08 PM (IST)
1
জবাবে শাহরুখ বলেন, রানিকে এই শো-য়ে ডাকা আমাদের উচিত হয়নি। ও এখানে সক্কলের বিয়ে দিচ্ছে। ওকে শাদি মুখার্জি বলে ডাকা উচিত।
2
রানি তখন বলেন, সলমন, আমার ইচ্ছে আপনার মেয়ে হোক। সে খুব সুন্দরী হবে। আপনার সব গুণ পাবে। তার বিয়ে হবে আবরামের সঙ্গে।
3
কথাবার্তায় শাহরুখ বলেন, আবরাম অনেকটা সলমনের মত। বাবা মায়ের প্রতি যেমন ভালবাসা তার, তেমনই অচেনা মেয়েদের দেখলেও অবলীলায় বলে দেয়, আই লাভ ইউ।
4
এক টেলিভিশন শো-তে এক সঙ্গে দেখা গেল রানি, শাহরুখ ও সলমনকে।
5
সলমন খানের মেয়ে হোক। আর তার বিয়ে হোক শাহরুখ খানের ছোট ছেলে আবরামের সঙ্গে। প্রকাশ্যেই এই ইচ্ছে প্রকাশ করলেন রানি মুখোপাধ্যায়।