দেখুন: দীপিকার সামনে দুই রণবীরের নাচের প্রতিযোগিতা! কিন্তু জিতলেন কে?
পার্টিতে ছিলেন দীপিকাও। তবে রণবীর সিংহের সঙ্গে দেখা যায়নি তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যরাও নাচতে থাকেন তাঁদের নাচের তালে।
পার্টিতে ছিলেন শাহরুখ, আলিয়া, প্রীতি জিন্টা, সিদ্ধার্থ মালহোত্রা সহ বেশ কয়েকজন সেলিব্রিটি। কিন্তু দুই রণবীরের ‘ঝুম্মা ঝুম্মা’, ‘দিল্লি চলি গার্লফ্রেন্ড’ ও ‘বদতমিজ দিল’-এর মত ডান্সনাম্বারেরর সঙ্গে নাচ থেকে কেউ চোখ ফেরাতে পারেননি।
সংবাদমাধ্যমে প্রচার চলছিল, দীপিকাকে নিয়ে অশান্তির জেরে দুই রণবীরের মুখ দেখাদেখি নেই। কিন্তু ফিল্মফেয়ার পত্রিকার সম্পাদকের জন্মদিনের পার্টিতে তাঁরা যেভাবে নাচলেন, তাতে পরিষ্কার, দু’জনের সম্পর্ক যথেষ্ট উষ্ণ। একে অন্যের হয়ে গান গাইলেন, আর তার সঙ্গে নাচ।
মুম্বইয়ে ‘বাজিরাও’ ও ‘রকস্টার’-এর নাচের প্রতিযোগিতা। তবে চ্যালেঞ্জের সূত্রে নয়, বন্ধুত্বের মধ্যেই। বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনের প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের সঙ্গে পা মিলিয়ে মাতিয়ে দিলেন বর্তমান প্রেমিক আর এক রণবীর, রণবীর সিংহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -