দেখুন, লাল ল্যাম্বরগিনি গাড়ি কিনলেন রণবীর সিংহ, দাম কত জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2019 12:39 PM (IST)
1
এই গাড়ির ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।
2
দেখুন, লাল ল্যাম্বরগিনির স্টিয়ারিং হাতে রণবীর।
3
রণবীরকেও অভিনেতা হিসেবে বিশেষ পছন্দ জোয়ার।
4
ভুললে চলবে না, জোয়ার ছবি 'গালি বয়' এখন জায়গা করে নিয়েছে অস্কারের দৌড়ে।
5
রণবীরের সঙ্গে গাড়ি-সফরে দেখা গেল জোয়া আখতারকে।
6
সম্প্রতি একটি টুকটুকে লাল ল্যাম্বরগিনি গাড়ি কিনেছেন 'গালি বয়' তারকা। যার দাম নাকি সাড়ে তিন কোটি টাকা।
7
আবার সকলের নজর রণবীর সিংহের দিকে। এবার কোনও ছবির জন্য নয়। ফোকাসে রণবীরের নতুন গাড়ি।