দেখে নিন, দীপবীরের বিবাহবার্ষিকীতে দেখে নিন তাঁদের বিয়ের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2019 09:52 AM (IST)
1
মোহময়ী দীপিকা, সঙ্গে রণবীর।
2
নজরকাড়া সাজে যুগলে।
3
গ্র্যান্ড রিসেপশনে যুগলে।
4
ভারতে দীপবীরের রিসেপশনের ছবি।
5
লেকের ধারে খোশ মেজাজে নবদম্পতি
6
মেহেন্দির অনুষ্ঠানে।
7
দক্ষিণ ভারতীয় রীতি মেনেই বিয়ে হয়েছে দীপ-বীরের।
8
বিয়ের অনুষ্ঠানের আগে বলিউডের নয়া দম্পতি আংটি বদল করেন।
9
মিষ্টি মুখ।
10
লেক কোমোতে রাজকীয় বিয়ের আসরে গাঁটছড়া বাঁধলেন বলিপাড়ার বাজিরাও ও মস্তানি।
11
ইতালির লেক কোমোতে হয় বিয়ের অনুষ্ঠান।
12
গত বছর নভেম্বরে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ।