প্রধানমন্ত্রী সকাশে রণবীর সিংহ, রণবীর কপূর, আয়ুষ্মান খুরানা, কর্ণ জোহররা, দেখুন ছবি
কিছুদিন আগে বলিউডের একটি প্রতিনিধি দল দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। কিন্তু তা নিয়ে বিতর্ক জন্মায়, কারণ ওই দলে কোনও মহিলা ছিলেন না।
বৈঠকে যোগ দেন রণবীর কপূর, আলিয়া ভট্ট, ভূমি পেডনেকর, বরুণ ধবন, সিদ্ধার্থ মালহোত্রা, ভিকি কৌশল, রণবীর সিংহ, আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাওয়ের মত তারকা। এছাড়া ছিলেন কর্ণ জোহর, রোহিত শেট্টি, অশ্বিনী আয়ার ও একতা কপূর।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় সংস্কৃতি ও সমাজের ওপর চলচ্চিত্রের প্রভাব নিয়ে আলোচনা করেন তারকারা। কথা হয় ছবির ওপর জিএসটি নিয়েও।
পরিচালক রোহিত শেট্টি, প্রধানমন্ত্রীর সঙ্গে।
মোদির সঙ্গে করমর্দন করেন প্রযোজক-পরিচালক কর্ণ জোহর।
প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছবিটি।
নরেন্দ্র মোদির সঙ্গে বরুণ ধবন।
আজই মুক্তি পেল সার্জিক্যাল স্ট্রাইকের ওপর ভিকি কৌশলের ছবি উরি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তিনিও।
রণবীর সিংহের ব্যাপারই আলাদা। প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন তিনি।
গতকাল বলিউডের বেশ কয়েকজন তারকা দিল্লিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা, সেলফিও তোলেন। সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা।