করোনায় ভক্তের মৃত্যু, আর যেন কাউকে প্রাণ হারাতে না হয়, প্রার্থনা শোকস্তব্ধ রশমির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2020 04:36 PM (IST)
1
একতা কপূরের নাগিন ৪ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে।
2
বিগ বস ১৩ তে যোগ দিয়েছিলেন রশমি দেশাই।
3
করোনায় আক্রান্ত হয়ে ভক্তের মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভেঙে পড়লেন রশমি দেশাই।
4
ভক্তের মৃত্যুর খবর পেয়ে টুইটটি রিটুইট করেন রশমি। শোকপ্রকাশ করে লেখেন, ' শেষ টুইটেও আমার কথা লেখা! ভগবান তাঁর আত্মাকে শান্তি দিক ও পরিবারকে শক্তি দিক'
5
শেষ পোস্টে রশমির সেই ভক্ত লিখেছিলেন, 'করোনা ভাইরাস টেস্টে আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি জানি না আমি আবার সুস্থ হয়ে ফিরব কিনা। তবে যদি আমি না ফিরি রশমিকে বলো আমি ওর জন্যই ট্যুইটার অ্যাকাউন্ট খুলেছিলাম।'
6
মৃত্যুর আগে করা শেষ পোস্টে রশমিকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছিলেন সেই ভক্ত। তাঁর মৃত্যুতে আবেগাপ্লুত রশ্মী।