রবীনা ট্যান্ডন দিদিমা হয়েছেন, জানেন? দেখুন নাতি কোলে তাঁর ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2020 04:15 PM (IST)
1
2
3
রবীনা যখন নায়িকা ছিলেন তখন দুটি মেয়েকে দত্তক নেন তিনি। তাঁদের একজন ছায়া।
4
গত বছর ৯ সেপ্টেম্বর জন্মেছে সে।
5
রবীনা ছায়ার বিয়ে দিয়েছেন। ছায়ারই ছেলে এই পুঁচকে।
6
নাতির সঙ্গে ছবি তুলেছেন রবীনা।
7
কিছুদিন আগে দিদিমা হয়েছেন বলিউডের এক সময়ের সুপারহিট নায়িকা রবীনা ট্যান্ডন। নাতি হয়েছে তাঁর।