ভারতের প্যারালিম্পিক্স অ্যাথলিটদের কটাক্ষ পাকিস্তানির, মুখের মতো জবাব অশ্বিনের
কোনও আক্রমণাত্মক মন্তব্য নয়। অশ্বিন পরিশিলিত ভাষায় জবাব দিতে গিয়ে লিখেছেন, আমার আন্তরিক ভাবেই চাই যে, আমাদের প্রতিবেশী আমাদের থেকে ভালো ফল করুক.. অন্তত চারটি মেডেল জিতুক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্যারালিম্পক্সে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স নিয়ে ট্যুইটারে তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেছিলেন অশ্বিন।
ওই পাকিস্তানি সম্ভবত জানতেন না অশ্বিন এভাবে জবাবটা ফিরিয়ে দেবেন।
কিন্তু এক পাকিস্তানি সেটা ভালোভাবে নেননি। তিনি ভারতের প্যারালিম্পিক্স অ্যাথেলিটদের নিয়ে হাসিঠাট্টা করার চেষ্টা করেন। তিনি লেখেন, এত বড় দেশে মাত্র ৩ টি মেডেল... কী রসিকতা
অশ্বিন লিখেছেন, আমিও আপনার বানান ও ব্যাকরণের ভুল নিয়ে সন্তুষ্ট নই।কী আর করা যাবে? একে অপরের খামতি নিয়ে সহাবস্থান করা যাক।
এর জবাব দিয়েছেন অশ্বিন
তিনি লিখেছেন, দল বাছাই নিয়ে আমি সন্তুষ্ট নই। ভালো ব্যাটসম্যানদের সঙ্গে দরকার ভালো স্পিনারেরও।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দল বাছাই নিয়ে এক ক্ষুব্ধ সমর্থক তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন ট্যুইটারের মাধ্যমে।
ভারতীয় দলের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন মাঠের সঙ্গে মাঠের বাইরেও সমান লড়াকু। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও কখনও কখনও প্রতিফলিত হয় তাঁর এই মনোভাবের। মাঠের মতো ঘূর্নির জাল বিছিয়ে নয়, পরিশীলিত ভাষায় তিনি যা বলেন, তা সত্যিই উল্লেখ করার মতো।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। এরই ফাঁসে ট্যুইটারে তাঁর উদ্দেশ্য ছুঁড়ে দেওয়া কিছু মন্তব্যের জবাব দিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -