দেখুন, ৩১ বছর পরে টেস্টে এক ইনিংসে হল পার্টনারশিপের এই নজির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Aug 2017 05:59 PM (IST)
1
প্রথমবার এই ঘটনা দেখা গিয়েছিল ১৯২৮ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে
2
এই ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা ১০টি উইকেট জুটিতেই অন্তত ২০ রান যোগ করেছেন। টেস্ট ম্যাচের ইতিহাসে এই ঘটনা দেখা গিয়েছে মাত্র তিনবার
3
এই ইনিংসেই ভারতীয় দল এমন একটি নজির গড়েছে, যা টেস্টে শেষবার দেখা গিয়েছিল ১৯৮৬ সালে
4
কুশল মেন্ডিসের শতরান ও দিমুথ করুণারত্নের অপরাজিত ৯২ রানের সুবাদে লড়াই চালাচ্ছে শ্রীলঙ্কা
5
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত। তৃতীয় দিন ফলো করছে শ্রীলঙ্কা। ম্যাচের রাশ ভারতেরই হাতে
6
১৯৮৬ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের টেস্ট ম্যাচে সব উইকেট জুটিতে ২০ বা তার বেশি রান যোগ হয়েছিল
7
প্রথম ইনিংসে ভারত করেছে ৬২২ রান