সৌরভ গঙ্গোপাধ্যায়-রাহুল দ্রাবিড়ের ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন মাইকেল লাম্ব ও রিকি ওয়েসেলস
নটিংহ্যামশায়ারের এই বিশাল রানের জবাবে নর্দাম্পটনশায়ারও দারুণ ব্যাটিং করে। ৪২৫ রানে অলআউট হয়ে যায় তারা। রোরি ক্লেইনভেল্ড মাত্র ৬৩ বলে ১০টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ১২৮ রান করেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৯৭ বলে ১৫০.৫১ স্ট্রাইক রেটে ১৪টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ১৪৬ রান করে স্টিফেন ক্রুকের বলে আউট হন ওয়েসেলস
দুটো দলের মোট রান ৮৭০, যা ইংল্যান্ডের ক্ষেত্রে রেকর্ড। ২০০৫-০৬ মরশুমে একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা ৪৩৮ রান তুলে জিতেছিল। সেই ম্যাচে মোট ৮৭২ রান হয়েছিল। তার চেয়ে মাত্র ২ রান কম হয়েছে নটিংহ্যামশায়ার ও নর্দাম্পটনশায়ারের এই ম্যাচে
ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে পার্টনারশিপের নয়া রেকর্ড গড়েছেন ল্যাম্ব ও ওয়েসেলস
১৫০ বলে ২১টি চার ৬টি ছয়ের সাহায্যে ১৮৪ রান করেন লাম্ব। তাঁর স্ট্রাইক রেট ১২২.৬৬
নটিংহ্যামশায়ার নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪৪৫ রান করে। এটা সারা বিশ্বে লিস্ট এ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০০৭ সালে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে সারের ৪ উইকেটে ৪৯৬ রানই সর্বোচ্চ
রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে ওপেনিং জুটিতে ৩৪২ রান করেছেন নটিংহ্যামশায়ারের এই দুই ব্যাটসম্যান। তাঁরা এই রান করেন মাত্র ৩৯.২ ওভারে
১৯৯৯ বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ ও দ্রাবিড়ের জুটিতে উঠেছিল ৩১৮ রান। সেটাই এতদিন ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে সবচেয়ে বড় পার্টনারশিপ ছিল। এই রেকর্ড ভেঙে গেল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -