দেখুন বিমানবন্দরে চিরনবীনা রেখাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jun 2018 12:22 PM (IST)
1
2
প্রায় ২০ বছর পর মঞ্চে ফিরেছেন রেখা। ব্যাঙ্ককে আইফা-র অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন তিনি।
3
সাদা পোশাকের সঙ্গে কালচে লাল লিপস্টিকে অনবদ্য লাগছিল তাঁকে।
4
ব্যাঙ্কক থেকে ফেরার সময় মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁকে।
5
ইতিমধ্যেই ৬০ পেরিয়েছেন। কিন্তু ভানুরেখা গণেশন এখনও বিস্ময়।