জিও লঞ্চ করতে পারে মাত্র ১ হাজার টাকা দামে সবচেয়ে সস্তা ৪ জি স্মার্টফোন
উল্লেখ্য, সম্প্রতি জিও-কে নিয়ে বিভিন্ন খবর সামনে এসেছে। জিও সিমের পর এবার রিলায়েন্স জিও তাদের বেশ কিছু মাস্টার প্ল্যানের প্রস্তুতি নিচ্ছে বলে খবর। এগুলির মধ্যে রয়েছে ব্রডব্যান্ড সার্ভিস। জানা গেছে, কোম্পানি তাদের নয়া ব্রডব্যান্ড পরিষেবা শুরু করতে পারে, যার স্পিড হবে 1Gbps
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও এই ফোন লঞ্চের ব্যাপারে জিও-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ফোনটির নাম হতে পারে “LYF Easy”।
স্মার্টফোনটিতে থাকবে VoLTE সাপোর্ট
এই স্মার্টফোনের সঙ্গে পাওয়া যাবে ফ্রি ভয়েস কলিং অফার।
২০১৭-তে যে সস্তা ৪ জি স্মার্টফোন বাজারে আনতে পারে তার দাম হতে পারে মাত্র ১ হাজার টাকা।
খুব শীঘ্রই জিও বাজারে আনতে পারে সবচেয়ে সস্তা ৪ জি স্মার্টফোন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, জিও আগামী বছরের শুরুতেই সবচেয়ে সস্তা এই ৪ জি স্মার্টফোন লঞ্চ করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -