জিও-র মাস্টার প্ল্যান: ১ জিবিপিএস স্পিড ব্রডব্যান্ড পরিষেবা আনছে রিল্যায়েন্স
এছাড়াও নতুন সেট টপ বক্স আনছে জিও। অ্যানড্রয়েড স্মার্টফোন, অ্যাপেল টিভিতে লাগানো যাবে সেটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও জিওটিভি-র অফারও দিচ্ছে সংস্থা। ৩৬০-এরও বেশি চ্যানেল দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা, সেগুলির মধ্যে অন্তত ৫০ টি চ্যানেল এইচডি। এছাড়াও থাকবে ভয়েস এনাবেলড্ রিমোট। যার সাহায্যে কনট্রোল করা যাবে চ্যানেল, ক্যাটাগরি প্রভৃতি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই সার্ভিস চালু করতে চলেছে তারা। এই পরিষেবায় ডেটা বাফারিং সমস্যা হবে না বলে জানিয়েছে সংস্থা।
জিও-র ৪জি সিমের পর নতুন মাস্টার প্ল্যান রিল্যায়েন্স ডিজিটালের। রিল্যায়েন্স বাজারে আনছে নতুন ব্রডব্যান্ড পরিষেবা। স্পিড ১ জিবিপিএস।
ভারতের কিছু কিছু জায়গায় কেবলের কাজ শুরু হয়ে গিয়েছে।
এই সার্ভিস হাই স্পিড অপটিকাল ফাইবারের মাধ্যমে পৌঁছে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -