ছোটপর্দার জনপ্রিয় টেলি সিরিয়াল কসৌটি জিন্দেগি কি-র ছোট্ট স্নেহাকে মনে পড়ে, এখন কেমন দেখতে হয়েছে সে দেখুন
জনপ্রিয় শিশুশিল্পী শ্রিয়া শর্মা প্রথম আমজনতার নজরে আসে স্টার প্লাসের টেলি সিরিয়াল কসৌটি জিন্দেগি কি-র মাধ্যমে।
এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শ্রিয়া।
এছাড়া বেনাম, লগা চুনরি মে দাগ, চিলার পার্টি, থোড়া পেয়ার থোড়া ম্যাজিক নামের বহু ছবিতে দেখা গিয়েছে শ্রিয়াকে।
কসৌটি ছাড়া শাহরুখ খানের কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হো শোতেও দেখা গিয়েছিল শ্রিয়াকে।
লাস্যময়ী শ্রিয়া তার উষ্ণ ফটোশ্যুটে হটনেসের পারদ কয়েক ডিগ্রি বাড়িয়ে দিয়েছে
ছবিতে শ্রিয়াকে সাদা শার্ট এবং নেটের স্টকিংস পরে দেখা গিয়েছে
সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ শ্রিয়া, সম্প্রতি তার ফটোশ্যুটের কিছু ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
সে বর্তমানে তেলেগু এবং তামিল ছবিতে জমিয়ে কাজ করছে।
এখন সে এক পরিপূর্ণ নারী হয়ে উঠেছে। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
সেখানে সে শ্বেতা তিওয়াড়ির মেয়ে স্নেহার চরিত্রে অভিনয় করেছিল। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম