নাইজেরিয়ায় উদ্ধার হওয়া অসুস্থ শিশুটির কথা মনে আছে? সে এখন স্কুলে যাচ্ছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Feb 2017 01:09 PM (IST)
1
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা হোপ এখন স্কুলে যাচ্ছে
2
কুসংস্কারের বশে নাইজেরিয়ার এই শিশুটিকে তার বাবা-মা রাস্তায় ফেলে রেখে গিয়েছিল। অপুষ্টির ফলে মৃত্যুমুখে চলে গিয়েছিল শিশুটি
3
জার্মানির এক সমাজসেবী অ্যাঞ্জা রিংগ্রেন লভেন শিশুটিকে উদ্ধার করেন
4
অ্যাঞ্জার সৌজন্যে এক নতুন জীবন পেয়েছে হোপ।
5
অ্যাঞ্জা এই শিশুটির নাম দিয়েছেন হোপ
6
অপুষ্টি ছাড়াও কৃমি ছিল শিশুটির। আট মাস চিকিৎসার পর সে সুস্থ হয়ে উঠেছে