সময় বদলেছে, বদলাননি প্রিয়ঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2016 03:18 PM (IST)
1
হলিউড- বলিউডে সময় ভাগ করে এখন দিন কাটছে প্রিয়ঙ্কার
2
ছবির পাশাপাশি জনপ্রিয় মার্কিন সিরিয়াল ‘কোয়ান্টিকো’তেও অভিনয় করছেন তিনি
3
এ মাসের শুরুতে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বলিউড ও হলিউডের ব্যস্ত এই অভিনেত্রী
4
প্রিয়ঙ্কার ফেভারিট পোজ, কনুইয়ে ভর দিয়ে ছবি তোলা
5
সপ্তদশী প্রিয়ঙ্কার সঙ্গে এখনকার ছবির তুলনা করেছেন তিনি
6
ছবির ওপর তিনি লিখেছেন, “আমার বরাবর কনুইয়ে ভর দিয়ে আয়েশ করা পছন্দ। ১৭ বছর বয়স থেকে আজ- কতটা সময় পেরিয়ে গেছে।”
7
মঙ্গলবার ইন্স্টাগ্রামে প্রিয়ঙ্কা পোস্ট করেছেন কয়েকটি ছবি