ছবিতে দেখুন, রিও অলিম্পিকে জিমন্যাস্টিকে ভল্ট ফাইনাল
তবে পদক না পেলেও, ছাত্রীর পারফরম্যান্সে গর্বিত বিশ্বেশ্বর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় ভল্ট হিসেবে বিপজ্জনক প্রদুনোভা বেছে নিয়েছিলেন দীপা। সফলভাবে ভল্ট দেন। কিন্তু মাটিতে পড়ার সময় বসে পড়েন। সেই কারণে পয়েন্ট কিছুটা কমে যায়
দীপার কোচ স্বীকার করেছেন, প্রদুনোভা ভল্টের পর ঠিকমতো মাটিতে পড়তে না পারার জন্যই পদক হারাতে হল দীপাকে
প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেই পদকের একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন ত্রিপুরার এই বাঙালি জিমন্যাস্ট। কিন্তু ভাগ্য তাঁর সহায় ছিল না
প্রতিদ্বন্দ্বীরা তাঁর চেয়েও ভাল পারফরম্যান্স দেখানোয় পদক পাওয়া হল না দীপার
নিজের ভল্ট শেষ হওয়ার পর দীপা দ্বিতীয় স্থানে ছিলেন। তবে মারিয়ার ভল্টের পর তৃতীয় স্থানে নেমে যান। তখনও পদকের আশা ছিল। কিন্তু বাইলসের ভল্টের পর দীপা চতুর্থ স্থানে নেমে যান
জীবনের সেরা পারফরম্যান্স দেখিয়েও পদক পেলেন না দীপা
এবারের অলিম্পিকে পদক না পেলেও হতাশ নন দীপা। তিনি পরের অলিম্পিকের প্রস্তুতি শুরু করে দিচ্ছেন
দীপা ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী দেশবাসীকে স্বাধীনতা দিবসের উপহার হিসেবে অলিম্পিক পদক দিতে চেয়েছিলেন।
প্রথম ও দ্বিতীয় ভল্ট মিলিয়ে মোট ১৫.০৬৬ পয়েন্ট পান দীপা
রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে রাশিয়ার মারিয়া পাসেকা (বাঁদিকে) এবং সুইৎজারল্যান্ডের গিউলিয়া স্টেইনগ্রাবার (ডানদিকে)
চতুর্থ হয়ে অল্পের জন্য ঐতিহাসিক পদক হারালেন দীপা কর্মকার
১৫.৯৬৬ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -