লটারিতে দশ কোটি টাকা জিতেও কাজ ছাড়তে নারাজ রাস্তার শ্রমিক
ম্যাঞ্চেস্টার ইভনিং-কে কার্ল কুক জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে ফ্লোরিডা যেতে চান তিনি।
তাঁর ইচ্ছে একটি গাড়ি ও বাড়ি কেনা। সেই সঙ্গে নিজের স্ত্রীকে নিয়ে আফ্রিকায় হনিমুনে যেতে চান তিনি।
কার্ল কুক বলেছেন, অর্থের ফালতু অপচয় করবেন না। সমস্ত অর্থ সদ্ব্যবহার করতে চান তিনি।
কার্ল কুক বলেছেন, ভাবলাম যে, এরপরও আমি এখানে কেন? কিন্তু আমি আমার কাজকে ভালোবাসি। আমার কর্তৃপক্ষকে আমি সামনের সপ্তাহে ছুটি নেওয়ার কথা জানিয়েছে। আমি চাইছে, ছুটিতে মনের অবস্থা সামলে নিতে চাই। আমি কাজ চালিয়ে যাব। তবে ওভার টাইম করব না।
কার্ল কুক বলেছেন, তিনি হঠাত্ করে পাওয়া অর্থ উড়িয়ে দিতে ইচ্ছুক নন। সেইজন্য ১২ ঘন্টা শিফ্টের কাজ চালিয়ে যাবেন। তবে আর ওভারটাইম করবেন না।
ম্যানচেস্টার শহরের বাসিন্দা কার্ল কুক গত বৃহস্পতিবার জ্যাকপট জেতার পর খুশিতে কেঁদে ফেলেন।
পেশায় রাস্তার মজুর। একবার ভাবুন তো, হঠাত্ করেই তিনি কোটিপতি হয়ে গেলে কী হবে? অনেকেই ভাববেন যে, ওই ব্যক্তি হয়ত শ্রমিকের কাজ ছেড়ে দিয়ে নিজের সমস্ত স্বপ্ন সফল করার চেষ্টা করবেন। কিন্তু কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও পেশায় শ্রমিক এক ব্যক্তি যা করলেন তা জানলে আশ্চর্য হয়ে যাবেন।
এই ব্যক্তির নাম কার্ল কুক। ২৫ বছরের এই যুবক লটারিতে প্রায় ১০ লক্ষ পাউন্ড বা ১০ কোটি টাকা জিতেছেন। এরপরও তিনি তাঁর শ্রমিকের পেশা ছাড়েননিষ লটারি জেতার পরদিনই কাজে যোগ দিয়েছেন।
ব্রিটেনের রাস্তায় শ্রমিক হিসেবে কর্মরত ওই ব্যক্তি হঠাত্ করেই ১০ কোটি টাকার মালিক হয়ে যান। কিন্তু এরপরও তিনি নিজের পেশা ছাড়তে ইচ্ছুক নন। ফের কাজে যোগ দিয়েছেন তিনি।