আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার নতুন রেকর্ড রোহিত শর্মার
ভুবনেশ্বরের অসাধারণ পারফরম্যান্সের পর ব্যাট হাতে দলকে নির্ভরতা দেন রোহিত ও অজিঙ্ক রাহানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ্টির জন্য তৃতীয় দিন একটি বলও হয়নি। তবে চতুর্থ দিন ভারতীয় বোলারদের দাপটে ২২৫ রানেই অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভুবনেশ্বর কুমার ৫ উইকেট নিয়েছেন।
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে ২৮৫ রানের লিড নিয়ে মজবুত জায়গায় ভারত।
রোহিতের আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকালামের। তিনি ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ৩০ বা তার বেশি ছক্কা মেরেছিলেন।
২০১২ থেকে ২০১৫ পর্যন্ত পরপর চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ বা তার বেশি ছক্কা মেরেছেন রোহিত।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪১ রানে অপরাজিত রোহিত শর্মা এমন একটি রেকর্ড করে ফেললেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আগে মাত্র একজনই করতে পেরেছেন।
ভারতীয় দল আজ দ্রুত রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে অলআউট করে ম্যাচ জেতার লক্ষ্যে মাঠে নামবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -