হাইওয়ের ওপর রানওয়ে কখনও দেখেছেন, চলে যান জার্মানির লেইপজিগ-হালে বিমানবন্দরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jan 2017 12:36 PM (IST)
1
2
3
ইওরোপের মধ্যে পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর এটি, জার্মানির মধ্যে দ্বিতীয় ব্যস্ততম।
4
২০১৫ সালে এই বিমানবন্দর দিয়ে ২.৩ মিলিয়ন প্যাসেঞ্জার যাতায়ত করত।
5
জার্মানির এই বিমানবন্দর অবস্থিত স্কিউডিটজ-এ। লেইপজিগ এবং হালে দু জায়গার বাসিন্দারাই এই বিমানবন্দর ব্যবহার করেন।
6
জার্মানির লেইপজিগ-হালে আন্তর্জাতিক বিমানবন্দর জার্মানির ১৩ তম বৃহত্তম বিমানবন্দর।