রাজকীয় ক্রিকেট, ব্যাট হাতে উইলিয়াম-কেট, বোলার সচিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2016 08:10 AM (IST)
1
2
আক্ষরিক অর্থেই রাজকীয় খেলা!
3
স্ত্রী কেটকে নিয়ে ভারত সফরে এসেছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম। এদিন উইলিয়ামের পাশাপাশি ব্যাট হাতে তুলে নেন তাঁর স্ত্রী কেটও।
4
5
মুম্বইয়ের ঐতিহাসিক ওভাল গ্রাউন্ডে বল করছেন সচিন তেন্ডুলকর। ব্যাট হাতে যুবরাজ উইলিয়াম। হ্যাঁ, এই দৃশ্যেরই স্বাক্ষী থাকল মুম্বই।
6
7
8
উপস্থিত ছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থার শিশুরাও।
9
10
11