সচিন ৪৪, জন্মদিনে ফিরে দেখা তাঁর পাঁচটি অনন্য রেকর্ড
আজ জন্মদিনে প্রাক্তন সতীর্থ, ভক্ত থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সচিনকে শুভেচ্ছা জানাচ্ছেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্তর্জাতিক ক্রিকেটে সচিনের মোট রান ৩৪,৩৫৭। তাঁর চেয়ে অনেক পিছিয়ে কুমার সঙ্গাকারা। তাঁর মোট রান ২৮,০১৬
টেস্টে ৫১টি শতরান করেছেন সচিন। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে জ্যাক কালিস। তাঁর শতরানের সংখ্যা ৪৫
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন। এক্ষেত্রে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া ও রিকি পন্টিং। তাঁরা ১৬৮টি করে টেস্ট খেলেছেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ১৪০টি টেস্ট খেলেছেন অ্যালিস্টার কুক
একদিনের ম্যাচে সচিনের রান ১৮,৪২৬। অন্য ব্যাটসম্যানরা অনেক পিছিয়ে
টেস্টে সচিনের রান ১৫,৯২১। অন্য কোনও ব্যাটসম্যান এক্ষেত্রে সচিনের ধারেকাছে নেই
ক্রিকেটে বহু রেকর্ডই গড়েছেন সচিন। কিছু রেকর্ড হয়তো ভেঙে গিয়েছে। কিন্তু পাঁচটি এমন রেকর্ড রয়েছে, যা হয়তো কোনওদিনই ভাঙতে পারবেন না অন্য কোনও ব্যাটসম্যান। দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলি
দু দশক ধরে ম্যাচ জেতার জন্য ভারতীয় দল তাকিয়ে থাকত সচিনের দিকে। ২০১৩ সালে অবসর নেওয়ার সময় পর্যন্ত দলের প্রধান ভরসা ছিলেন তিনিই
আজ ৪৪ বছর বয়সে পা দিলেন ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর। অবসর নেওয়ার পরেও তাঁর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। ক্রিকেটপ্রেমীদের কাছে আজও তিনি ‘ঈশ্বর’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -