দেখুন: সেফের সঙ্গে বেরিয়েছেন করিনা, রয়েছেন রীতেশ, জেনেলিয়াও
দেখুন আরও ছবি। (সব ছবি-মানব মঙ্গলানি)
করিনা বলেছেন, মৃত্যু পর্যন্ত কাজ চালিয়ে যেতে চান তিনি। অভিনয় তাঁর প্যাশন, কাজের মধ্যে থেকে তিনি খুশি হন। চেহারাতেও ঝলক দেয় সেই আনন্দ।
গর্ভাবস্থাতেও কাজ চালিয়ে যাওয়ার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির তারিফ কুড়িয়েছেন করিনা। বেবো জানিয়েছেন, তিনি কখনও ক্যামেরার সামনে আসতে আপত্তি করবেন না।
হাঁটার সময় গর্ভে বাচ্চার নড়াচড়া টের পেয়েছিলেন? করিনার জবাব, তিনি এতটাই টেনশনে ছিলেন, কিছু বুঝতে পারেননি।
করিনা বলেন, “আর একজন নই, আমরা এখন দু’জন। ভীষন স্পেশাল মুহূর্ত। আগে কখনও ডিজাইনার সব্যসাচীর পোশাকে র্যাম্প ওয়াক করিনি, ছবিতেও কাজ করিনি একসঙ্গে। কিন্তু এই মুহূর্ত ভীষণই স্পেশাল”।
ল্যাকমে ফ্যাশন উইকে হাঁটার সময় করিনা বলেছিলেন, ওই ওয়াক তাঁর কাছে স্পেশাল, কারণ এই প্রথম তিনি র্যাম্প ওয়াক করলেন তাঁর সন্তানের সঙ্গে।
সেফকে কিছুটা অসন্তুষ্ট মনে হচ্ছিল। ক্যামেরায় ধরাও পড়েছে সেই ছবি।
সঙ্গে সেফ আলি খান।
গর্ভবতী হওয়ার পর করিনার রূপ যেন আরও বেড়ে গিয়েছে।
করিনা, সেফ ছাড়াও ছিলেন রীতেশ আর জেনেলিয়া। ৪জনে গিয়েছিলেন পালি ভবনে ডিনার করতে।
সন্তানসম্ভবা হওয়ার পরেও সমানে কাজ করে চলেছেন করিনা কপূর। দিনকয়েক আগে ল্যাকমে ফ্যাশন উইকে র্যাম্পে হেঁটেছেনও। ফের ক্যামেরায় বন্দি করিনা ও তাঁর স্বামী সেফ।