মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে এই প্রথম বিকিনি পরে এক বিখ্যাত টিভি প্রডিউসারের সঙ্গে দেখা গেল সারাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 May 2017 09:35 AM (IST)
1
উইকেন্ডে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে রিল্যাক্স করছিলেন ছোটপর্দার বিখ্যাত প্রডিউসার বিকাশ গুপ্ত। সেসময়ই সেখানে তাঁর দেখা হয়ে যায় সেফ কন্যা সারার সঙ্গে।সারা ছিলেন বিকিনিতে। দুজনে একসঙ্গে ছবিও তোলেন।
2
প্রকাশ্যে সাহসী পোশাকে এই বিখ্যাত টিভি প্রডিউসারের সঙ্গে দেখা গেল সেফ কন্যা সারাকে
3
দিন কয়েক আগে হর্ষবর্ধন কপূরের সঙ্গেও ডেট করতে দেখা গিয়েছিল সারাকে
4
এই প্রথমবার সেফ আলি খানের কন্যা সারা আলি খানকে সাহসী পোশাকে প্রকাশ্যে দেখা গেল
5
বলিউডের এখন লেটেস্ট সেনসেশন তিনি
6
ভারতীয় পোশাকে সেফ-অমৃতা কন্যা
7
8
9
সেই ছবি পরে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন বিকাশ