বিয়ে করলেন সাইনা, গাঁটছড়া বাঁধলেন সহ খেলোয়াড় পারুপল্লি কাশ্যপের সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Dec 2018 12:23 PM (IST)
1
2
বন্ধুদের সঙ্গে হবু স্বামী স্ত্রী।
3
অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ই এস এল নরসিংহনকেও আমন্ত্রন জানান তাঁরা।
4
বিয়ের কার্ড দিতে তাঁরা কিছুদিন আগে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জীবীর বাড়িতে।
5
6
বিয়ের আগে পুজোয় বসতে চলেছেন কাশ্যপ। সঙ্গে বাবা মা।
7
সাইনা ও কাশ্যপের প্রেম ১০ বছরের পুরনো।
8
আগামীকাল ধর্মীয় মতে তাঁদের বিয়ে। সন্ধেয় হায়দরাবাদের এক হোটেলে রাখা হয়েছে রিসেশন পার্টি।
9
বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সাইনা। লিখেছেন, আমার জীবনের সেরা ম্যাচ।
10
আইন মোতাবেক বিয়ে করলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। আর এক জাতীয় খেলোয়াড় পারুপল্লি কাশ্যপকে বিয়ে করেছেন তিনি।