ইলাহাবাদে ‘সেনা সমারোহ ২০১৭’ -তে কেরামতি প্রদর্শন সামরিক বাহিনীর
সব ছবি-- প্রতিরক্ষামন্ত্রকের সৌজন্যে প্রাপ্ত
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান সেনার পূর্ব উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ উপ-অঞ্চলের জেনারেল অফিসার কম্যান্ডিং মেজর জেনারেল এক কে সিংহ।
দর্শকদের সামনে মোটরসাইকেল ও ঘোড়ায় বিভিন্ন কেরামতি দেখান সেনা কর্মীরা। অন্যদিকে, সামরিক সুর ও বিভিন্ন জনপ্রিয় সঙ্গীতের সুরে দর্শকদের মাতিয়ে রাখে সামরিক ব্যান্ড।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলাহাবাদ শহরের বিশিষ্ট জনেরা। এছাড়া উপস্থিত ছিলেন সামরিক কর্তা থেকে শুরু করে স্কুলপড়ুয়া, প্রাক্তন সেনাকর্মী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ।
মূলত, সাধারণ নাগরিকদের সঙ্গে সামরিক বাহিনীর যোগাযোগ বৃদ্ধি করতেই সেনার এই উদ্যোগ। সেখানে জনসাধারণের সামনে সেনা জওয়ানদের দক্ষতা তুলে ধরা হয়।
মঙ্গলবার, পূর্ব উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ উপ-অঞ্চল আয়োজিত সেনা সমারোহ-২০১৭ অনুষ্ঠিত হল ইলাহাবাদে। সেখানে, মোটরসাইকেল প্রদর্শন থেকে শুরু করে সামরিক ব্যান্ডের মুর্চ্ছনা সবই ছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -