দেখুন, টাইগার জিন্দা হ্যায়-এর শ্যুটিংয়ের জন্য অস্ট্রিয়া উড়ে গেলেন সলমন, ক্যাটরিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Mar 2017 01:30 PM (IST)
1
নতুন ছবির জন্য সলমনকে অনেকটা ওজন কমাতে হয়েছে বলে খবর
2
বুধবার থেকে শুরু হতে চলেছে টাইগার জিন্দা হ্যায়-এর শ্যুটিং
3
এক থা টাইগারের পরিচালক ছিলেন কবীর খান। টাইগার জিন্দা হ্যায়-এর পরিচালক আলি আব্বাস জাফর
4
সলমন খান ও ক্যাটরিনা কাইফ তাঁদের পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায়-এর শ্যুটিংয়ের জন্য অস্ট্রিয়া গেলেন। সেখানেই এই ছবির প্রথম পর্বের শ্যুটিং হবে
5
২০১২ সালে মুক্তি পেয়েছিল সলমন ও ক্যাটরিনার ছবি এক থা টাইগার। সেই ছবিরই সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়
6
বিমানবন্দরে সলমন ও ক্যাটরিনাকে একই রংয়ের পোশাকে দেখা গিয়েছে। দু জনের পরনেই ছিল কালো পোশাক
7
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যতই জল্পনা চলুক না কেন, সলমন ও ক্যাটরিনা পেশাদার হিসেবে একসঙ্গে ছবি করার ক্ষেত্রে আপত্তি জানাননি
8
সলমন ও ক্যাটরিনা দু জনেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রিয়ার বিমান ধরেছেন