৯ বছর পর সলমনের সঙ্গে দেখা ‘ছেলের’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Nov 2016 01:53 PM (IST)
1
শীঘ্রই রাধিকা আপ্তে এবং হলিউড স্টার ব্রেন্ডন ফেসারের সঙ্গে একমঞ্চে দেখা যাবে তাঁকে।
2
মনে পড়ে ছোট্ট আলি হাজিকে? পার্টনার-এ সলমন খানের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রের নাম ছিল রোহন। তাঁদের অনস্ক্রিন রিলেশন দর্শকদের মন ছুঁয়ে যায়। ন’বছর পর ফের দুজনের দেখা বিগ বস ১০-এর সেটে।
3
4
ফনা-এ তাঁর চরিত্রের নাম ছিল রেহান।
5
6
২০০০ সালে শিশু শিল্পীদের মধ্যে ভীষণরকম জনপ্রিয় ছিলেন আলি।
7
ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন আলি।
8
শুধু সলমনই নয়, বলিউডের প্রথম সারির প্রায় সমস্ত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন আলি। শাহরুখ খান(কভি খুশি কভি গম), অমিতাভ বচ্চন(ফ্যামিলি), আমির খান, কাজল(ফনা), সঈফ আলি খান, রানি মুখোপাধ্যায়(তা রা রাম পাম)-প্রভৃতি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন।