দক্ষিণী অভিনেত্রী রম্ভাকে মনে আছে? এখন কেমন দেখতে হয়েছে দেখুন
ছবি: ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে তিনি নিয়মিত পোস্ট করেন ছবি।
শেষ তাঁকে দেখা যায় মালয়ালম ছবি ফিল্মস্টারে।
স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য আদালতে গিয়েছেন রম্ভা। তবে শোনা যাচ্ছে, তাঁদের মিটমাট হতে পারে।
এখন স্বামীর সঙ্গে থাকেন না তিনি, মেয়েদের নিয়ে আলাদা থাকেন।
রম্ভার ২ মেয়ে- লান্যা ও সাশা।
২০১০-এ ব্যবসায়ী ইন্দ্রণ পদ্মনাথনকে বিয়ে করেন রম্ভা।
এছাড়া তিনি কাজ করেন গোবিন্দা, অক্ষয় কুমারের মত তারকার সঙ্গে।
জুড়ুয়া ও বন্ধনে সলমন খান ও তাঁর জুটি বেশ জনপ্রিয় হয়।
এরপর করেন কহর, জুড়ুয়া, সজনা,ঘরবালি বাহারবালি, বন্ধন, ম্যায় তেরে পেয়ার মে পাগল, ক্রোধ, বেটি নাম্বার ওয়ান, দিল হি দিল মে, পেয়ার দিওয়ানা হোতা হ্যায়-এর মত বেশ কয়েকটি ছবি।
১৯৯৫-এ জল্লাদ ছবি দিয়ে বলিউডে আসেন রম্ভা।
৫ তারিখ রম্ভার ছিল ৪১তম জন্মদিন।
বন্ধন ও জুড়ুয়ার মত সুপারহিট ছবি নায়িকা রম্ভা বলিউড থেকে হারিয়ে গিয়েছেন। অথচ এক সময় যথেষ্ট নামী অভিনেত্রী ছিলেন তিনি।