লকডাউনে ঘরবন্দি সলমন, শোকস্তব্ধ প্রিয় আবদুল্লার মৃত্যুতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2020 07:06 PM (IST)
1
সলমন লিখেছেন, তোমায় সবসময় আমার মনে পড়বে।
2
বডি বিল্ডিং এর সখ ছিল আবদুল্লার
3
আবদুল্লাকে নিয়ে পোস্ট করেছেন সলমনের বান্ধবী ইউলিয়া ভান্তুরও
4
বর্তমানে করোনা পরিস্থিতির জন্য নিজের বাড়িতে গৃহবন্দি সলমন
5
ভাগ্নের মৃত্যু নিয়ে আবেগপ্রবণ পোস্ট করেছেন সলমন।
6
বেশ কিছুদিন থেকেই ফুসফুসে সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
7
৩৮ বছর বয়সে মারা গেলেন সলমন খানের ভাগ্নে আবদুল্লা খান।