কে এই জাহির ইকবাল যাঁকে বড় পর্দায় আনছেন সলমন খান? দেখে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2018 07:56 AM (IST)
1
2
এর আগে অভিনেত্রী দীক্ষা শেঠের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।
3
জাহির প্রেম করছেন অভিনেত্রী সানা সইদের সঙ্গে।
4
5
ছবিটির পরিচালক নীতিন কক্কর। শ্যুটিং শুরু হবে সেপ্টেম্বরে।
6
জাহির কোনও ফিল্মি পরিবারের থেকে আসেননি, তাঁর বাবা সলমনের ছোটবেলার বন্ধু।
7
বন্ধু ইকবালের ছবিও শেয়ার করেছেন সলমন। লিখেছেন, ছোটবেলায় ও আমার ব্যাঙ্ক ছিল। এখনও আমার কাছ থেকে ২,০১১ টাকা পায়। ভগবানকে ধন্যবাদ, সুদ চায়নি।
8
গতকাল সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেন জাহিরের ছোটবেলার ছবি।
9
জাহিরের প্রতি সলমনের পরামর্শ, যাদের তুমি ভালবাস ও যারা তোমাকে ভালবাসে, তাদের প্রতি সর্বদা সৎ থাকবে।
10
এবার জাহির ইকবাল নামে এক তরুণকে বড় পর্দায় ব্রেক দিতে চলেছেন সলমন খান। কাশ্মীরের পটভূমিকায় তৈরি হতে চলেছে ছবিটি।