জল্পনার অবসান, ১৮ নভেম্বর বিয়ে করছেন সলমন খান!
জানা গেছে, ইউলিয়া এখন সলমনের পরিবারের লোকজনের সঙ্গেই থাকেন। কখনও কখনও তাঁকে সলমনের শ্যুটিংয়ের সেট বা ফার্ম হাউসে দেখা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুলতান মুক্তির আগে ইউলিয়াকে বিমানবন্দরে সলমনের মায়ের সঙ্গে দেখা গিয়েছিল। ওই সময় সলমন সিনেমার শ্যুটিং সেরে দেশে ফিরছিলেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই ইউলিয়াকে নিয়েই প্রীতি জিন্টার রিসেপশনে গিয়েছিলেন সলমন। ওই পার্টিতে সবার নজর ইউলিয়া-সলমন জুটির দিকেই ছিল।
যদি সলমনের বিয়ের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
উল্লেখ্য, দু বছর আগে এই ১৮ নভেম্বরই বিয়ে হয়েছিল সলমনের বোন অর্পিতার
সলমনের বাবা-মাও চাইছেন খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে নিক ছেলে।
সংবাদমাধ্যমে আরও জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠানে পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে মোট ১৫-২০ জন উপস্থিত থাকবেন।
জানা গেছে, রোমানিয়ান গার্লফ্রেন্ড ইউলিয়া ভানটুরের সঙ্গেই বিয়ে হচ্ছে সল্লু মিঞার।
একটি ইংরেজি সংবাদপত্র সূত্র উল্লেখ করে জানিয়েছে, গত ২৯ আগস্ট এক পার্টিতে নিজের বিয়ের তারিখের ঘোষণা করেন ভাইজান। ১৮ নভেম্বর বিয়ে হচ্ছে। ওই দিনেই বাবা সেলিম খান ও মা সলমার ৫২ তম বিবাহবার্ষিকী।
সলমনের বিয়ে নিয়ে সমস্ত জল্পনার অবসান। বিয়ের তারিখ নিজেই ঘোষণা করেছেন বলিউডের দাবাং খান। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে ১৮ নভেম্বর বিয়ে করছেন সলমন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -