‘দঙ্গল’-এর প্রশংসায় সলমন, বললেন ‘সুলতান’-এর চেয়ে অনেক ভাল ছবি
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘দঙ্গল’ ছবিতে আমির কুস্তিগীর মহাবীর সিংহ ফোগট-এর চরিত্রে অভিনয় করেছেন
তারপরই ভাইজান বলেন, তিনি ব্যক্তিগত ভাবে সলমনকে ভালবাসলেও, আমিরকে কাজের দিক দিয়ে মারাত্মক হিংসা করেন।
‘দঙ্গল’-এর প্রশংসা করে সলমন তাঁর টুইটার পেজে লিখেছেন, তাঁর পরিবারের লোকেরা সবাই ‘দঙ্গল’ ছবিটি দেখেছেন। ছবি দেখে তাঁদের মত, ‘সুলতান’-এর চেয়ে কয়েক গুন ভাল ছবি।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ছবিটিও এবছরই মুক্তি পেয়েছিল। ছবিতে হরিয়ানার এক কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। ছবিতে দেখানো হয়েছে এক কুস্তিগীরের সফল কেরিয়ার কীভাবে তাঁর ব্যক্তিগত জীবনকে ঘেঁটে দিয়েছিল।
আমির খান অভিনীত ‘দঙ্গল’-এর উচ্ছ্বসিত প্রশংসায় সলমন খান। ভাইজানের নিজ মুখে স্বীকারোক্তি ‘সুলতান’-এর চেয়ে বহুগুনে ভাল ছবি ‘দঙ্গল’।আজই পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -