পাকিস্তানের জনপ্রিয় টিভি প্রোগ্রাম অ্যাঙ্কর সানা ফয়জলকে বিষ দিল ১ ‘ভক্ত’
পুলিশ তাঁর বয়ান রেকর্ড করেছে। জ্ঞান ফিরলে ছেলেটিকে সনাক্ত করার জন্য তাঁর সাহায্য চাওয়া হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন সানা। তাঁর স্বামী তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে উত্তর নিজামাবাদের পেশোয়ারি আইসক্রিম পার্লারে গিয়েছিলেন সানা। তখন ১৫ বছরের একটি ছেলে তাঁর সঙ্গে সেলফি তোলার পর আইসক্রিম অফার করে তাঁকে।
তাঁকে জিয়াউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তাঁর অবস্থা স্থিতিশীল।
সে নাকি সানার সঙ্গে সেলফি তুলতে চায়, চায় অটোগ্রাফও। তারপর তাঁকে একটি আইসক্রিম খেতে দেয়। সেটা খেয়ে সানা আপাতত হাসপাতালে ভর্তি।
ওই চ্যানেলে ‘খুফিয়া’ নামে একটি অনুষ্ঠান পরিবেশন করেন সানা। রবিবার করাচিতে অল্পবয়সি একটি ছেলে এসে বলে, সে তাঁর অ্যাঙ্কারিংয়ের ভক্ত।
পাকিস্তানের নিউজ চ্যানেল ‘অব তক’-এর পরিবেশক সানা ফয়জলকে এক ‘ভক্ত’ বিষ খাইয়েছে বলে অভিযোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -